ক্যাটাগরি: পুঁজিবাজার

ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ৩৬ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৫ মে থেকে ৯ মে) গড় লেনদেন ৩৬ শতাংশের বেশি বেড়েছে। এ সময় ডিএসইর দৈনিক গড় লেনদেন হয়েছে ৯৬০ কোটি ৫৪ লাখ টাকা। সেই সঙ্গে বেড়েছে ডিএসইর সবকয়টি সূচক ও বাজার মূলধন। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৮০২ কোটি ৭২ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৮২৩ কোটি ৭৩ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১ হাজার ৯৭৮ কোটি ৯৯ লাখ টাকা।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯৬০ কোটি ৫৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৭০৫ কোটি ৯৩ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩৬ দশমিক ০৭ শতাংশ বা ২৫৪ কোটি ৬১ লাখ টাকা।

সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ২৬ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫ হাজার ৭৯১ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ০ দশমিক ১৭ শতাংশ বা এক হাজার ২৩৫ কোটি টাকা।

আলোচ্য সপ্তাহে ডিএসইর সবকটি সূচকও বৃদ্ধি পেয়েছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৪৫ দশমিক ৪০ পয়েন্ট বা ০ দশমিক ৮১ শতাংশ। এছাড়া ডিএসইএস সূচক বেড়েছে ১০ দশমিক ১৪ পয়েন্ট। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৭ দশমিক ৩৮ পয়েন্ট।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪০টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার