ক্যাটাগরি: পুঁজিবাজার

বিকন ফার্মার সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ২৫৮ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (৯ মে) বিকন ফার্মার শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫ টাকা ৬০ পয়সা বা ২ দশমিক ৯৮৮ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এইচ আর টেক্সটাইলের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৮৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৮৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড।

বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইপিডিসি, আইসিবি, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন ক্যাবলস, সোনালী পেপার, এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার