ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯১১ কোটি ৩৭ লাখ টাকা। গত কার্যদিবসের চেয়ে এদিন লেনদেন বেড়েছে ৪ কোটি ১৭ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৯ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৭৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৬১ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৮৪ পয়েন্ট কমে ১২৪২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৯৮ পয়েন্ট কমে ২০১৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৯১১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে এক হাজার ৮৬৯ কোটি ৫৯ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৩টি কোম্পানির, বিপরীতে ২৫৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার