পুঁজিবাজারে চামড়া খাতে তালিকাভুক্তা লিগ্যাসি ফুটওয়্যার পিএলসির সহযোগী প্রতিষ্ঠান লিগ্যাসি সুজ লিমিটেড প্রথমবারের মতো উৎপাদন শুরু করেছে। বুধবার (৮ মে) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, লিগ্যাসি সুজ লিমিটেডের মাধ্যমে উৎপাদিত পণ্য কোম্পানিটি দেশীয় বাজারে সরবরাহ করবে। এর মাধ্যমে চামড়া খাতে লিগ্যাসির ম্যানেজমেন্টের দীর্ঘ দিনের যে অভিজ্ঞতা রয়েছে, তা ব্যবহার করে নতুন সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে কোম্পানিটি মুনাফা বাড়াতে পারবে।
কোম্পানিটি আরও জানায়, প্রধান যন্ত্রপাতি ও সরঞ্জামগুলোর পাশাপাশি কারখানা সংস্কারের পর লিগ্যাসি ফুটওয়্যার সরাসরি রপ্তানি ও বিক্রয় কার্যক্রম পুনরায় শুরু করেছে। বর্তমানে কোম্পানিটির উৎপাদন প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে চলছে।
এর আগে গত বছরের ২১ নভেম্বর ডিএসই ওয়েবসাইটে সহযোগী কোম্পানি খোলার সিদ্ধান্ত জানায় লিগ্যাসি ফুটওয়্যার। তাতে জানা যায়, সহযোগী প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন হবে ৯ লাখ ৮০ হাজার টাকা। যেখানে লিগ্যাসি ফুটওয়্যার কোম্পানির ৯৮ শতাংশ শেয়ার ধারণ করবে।
এমআই