ক্যাটাগরি: আবহাওয়া

বৃষ্টির সুফল নেই ঢাকার বাতাসে

তীব্র তাপপ্রবাহের পর গত ৫ ও ৬ মে রাতে কালবৈশাখী ঝড়-বৃষ্টি হানা দিয়েছিল ঢাকায়। আজ ৭ মে সকালেও হয়েছে ঝড়-বৃষ্টি। রাজধানীতে টানা বৃষ্টিতে প্রশমিত হয়েছে তাপমাত্রা। স্বস্তি ফিরেছে জনমনে। তবে বৃষ্টির দিনেও ঢাকার বায়ুমানে সুখবর নেই।

বুধবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় দেখা গেছে ঢাকার বায়ুর মান ছিল ১৩১। যা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ, অ্যাজমাসহ এ ধরনের জটিলতা রয়েছে তাদের জন্য অস্বাস্থ্যকর। এর আগে গতকাল ৭ মে সকাল ১১টায় ঢাকার বায়ুমান ছিল ১১৬।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) সূচকে দেখা গেছে, বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লী। অপরদিকে, রাজধানী ঢাকা রয়েছে ৭ নম্বরে।

বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের দূষণ স্কোর ২৬৭ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ভারতের দিল্লীর বায়ুর স্কোর ১৬৪ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার