চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘মাদকের বিরুদ্ধে লড়াই’ মন্ত্রে উজ্জীবিত হয়ে চবির ইতিহাসে প্রথমবারের মতো এই ব্যবস্থা চালু হতে যাচ্ছে বলে জানা গেছে। তবে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
গত রোববার ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্যের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সমাজবিজ্ঞান অনুষদের এক শিক্ষক বলেন, চলতি বছর থেকেই এটি কার্যকর হবে। নতুন যাঁরা ভর্তি হবেন, সবাইকে ডোপ টেস্ট দিতে হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা এ টেস্ট নেবেন। ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি এখনো শুরু হয়নি। গত ২৮ এপ্রিল ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। কয়েক ধাপে আগামী এক মাস পর্যন্ত এ ভর্তি পরীক্ষা চলতে পারে।
এমআই