তীব্র তাপপ্রবাহের পর গত ৫ মে রাতে কালবৈশাখী ঝড়-বৃষ্টি হানা দিয়েছিল ঢাকায়। গতকাল ৬ মে রাতেও হয়েছে ঝড়-বৃষ্টি। পরপর দুইদিনের বৃষ্টিতে প্রশমিত হয়েছে তাপমাত্রা। স্বস্তি ফিরেছে পরিবেশ ও জনমনে। একইসঙ্গে বৃষ্টিতে উন্নতি হয়েছে ঢাকার বাতাসের মানও।
মঙ্গলবার (৭ মে) সকাল ১১টায় দেখা গেছে ঢাকার বায়ুর মান ছিল ১১৬। যা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ, অ্যাজমাসহ এ ধরনের জটিলতা রয়েছে তাদের জন্য অস্বাস্থ্যকর। এর আগে গতকাল ৬ মে রাত ৯টায় ঢাকার বায়ুমান ছিল ১৫১, যা ছিল সবার জন্য অস্বাস্থ্যকর।
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) সূচকে দেখা গেছে, বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। অপরদিকে, রাজধানী ঢাকা রয়েছে ১১ নম্বরে।
বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ৬৪০ অর্থাৎ সেখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। থাইল্যান্ডের চিয়াং মাইয়ের বায়ুর স্কোর ১৭৭ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এমআই