বিশ্বের বহুল প্রচলিত দুই ফাস্ট ফুড ব্র্যান্ড কেএফসি ও পিৎজা হাটের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিক্রি কমেছে। ফলে প্রত্যাশিত আয় থেকে পিছিয়ে গেছে প্যারেন্ট প্রতিষ্ঠান ইয়াম ব্র্যান্ড। যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানিটির সাম্প্রতিক আর্থিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। লক্ষ্যমাত্রা অর্জন হয়নি এমন খবরের পর ইয়ামের শেয়ারদর কমে প্রায় ৪ শতাংশ। খবর সিএনবিসি।
গত অক্টোবরে গাজায় ইসরায়েলের আক্রমণ শুরুর পর বয়কটের মুখে পড়েছে মার্কিন ভোক্তাপণ্য জায়ান্টগুলো। এর মধ্যে ম্যাকডোনাল্ডস, স্টারবাকস, বার্গার কিংয়ের মতো প্রতিষ্ঠান প্রত্যাশিত আয় পেতে ব্যর্থ হওয়ার খবর দিয়েছে।
মার্চে শেষ হওয়া প্রান্তিকে ইয়াম ব্র্যান্ডের পূর্বাভাসকৃত আয় ছিল ১৭১ কোটি ডলার। কিন্তু আয় হয়েছে ১৬০ কোটি। শেয়ারপ্রতি প্রত্যাশিত ১ ডলার ২০ সেন্টের বদলে আয় হয়েছে ১ ডলার ১৫ সেন্ট। ইয়াম ব্র্যান্ড আরো জানিয়েছে, প্রথম প্রান্তিকে কোম্পানির নিট আয় হয়েছে ৩১ কোটি ৪০ লাখ ডলার। এ সময় নিট বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ কমে ১৫০ কোটি ডলার হয়েছে।
ইয়ামের তিনটি বৃহৎ ব্র্যান্ডের মধ্যে শুধু টাকো বেলের সেম স্টোর বিক্রি বেড়েছে। মেক্সিকান ধাঁচের খাবারের এ চেইনে প্রথম প্রান্তিকে পারফরম্যান্স ১ শতাংশ বেড়েছে। টাকো বেলের মার্কিন চেইনে বিক্রি ২ শতাংশ বাড়লেও আন্তর্জাতিক ব্যবসায় পতন হয়েছে ২ শতাংশ।
অন্যদিকে কেএফসির সেম স্টোর বিক্রি ২ শতাংশ কমেছে। সবচেয়ে বড় পতন হয়েছে যুক্তরাষ্ট্রে, আয় সংকুচিত হয়েছে প্রায় ৭ শতাংশ। তবে চীনের কেএফসির পারফরম্যান্স সন্তোষজনক থাকায় আন্তর্জাতিক ক্ষেত্রে এ সংকোচন ছিল ২ শতাংশ।
এছাড়া পিৎজা হাটের সেম স্টোর বিক্রি ৭ শতাংশ কমেছে। এর কারণ হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক উভয় বাজারেই চাহিদা কমে যাওয়া উল্লেখ করেছে এ চেইন রেস্তোরাঁ। একই সঙ্গে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে পিৎজা হাটের আউটলেট কমেছে ৬ শতাংশ। আন্তর্জাতিক বাজারে এ হার ৪ শতাংশ।
এমআই