পুঁজিবাজারে তালিকাভুক্ত বেস্ট হোল্ডিংস লিমিটেডের প্রান্তিক সংক্রান্ত আর্থিক প্রতিবেদনের তথ্য পরিবর্তন করা হয়েছে। তাতে কোম্পানিটির শেয়ার প্রতি আয়ের পরিমাণ বেড়েছে।
মঙ্গলবার (৭ মে) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ডিএসই ওয়েবসাইটে ঘোষিত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৪- মার্চ’২৪) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। গত বছর একই সময়ে ৩০ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯ পয়সা। যেখানে আগের বছর একই সময়ে ৮৬ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ৮৮ পয়সা।
কাফি