ক্যাটাগরি: পুঁজিবাজার

বোনাস লভ্যাংশ প্রদানে সম্মতি পায়নি ব্র্যাক ব্যাংক

সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ প্রদানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এখনো সম্মতি পায়নি পুঁজিবাজারে ব্যাংকখাতে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত বছরের জন্য ব্র্যাক ব্যাংক ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। যার মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। ব্যাংকটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামীকাল ৭ মে নির্ধারণ করা হয়েছে। কিন্তু বোনাস লভ্যাংশ প্রদানে এখনো সম্মতি দেয়নি বিএসইসি। ফলে পূর্ব ঘোষিত কোম্পানিটির নগদ লভ্যাংশ প্রদানে বাধা না থাকলেও সম্মতি না পাওয়ায় বোনাস লভ্যাংশ প্রদান করতে পারছে না ব্যাংকটি।

আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর তা প্রদানের লক্ষ্যে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে।

ডিএসই ওয়েবসাইটে ব্র্যাক ব্যাংক জানায়, বিএসইসির অনুমোদন পেলে বোনাস লভ্যাংশের জন্য তারা নতুন রেকর্ড তারিখ ঘোষণা করবে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার