ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম। শনিবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে শেখ রাসেল হল কার্যালয়ে সদ্য বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা দায়িত্বভার তার নিকট হস্তান্তর করেন। এ সময় নতুন প্রভোস্টকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডীন অধ্যাপক ড. এমতাজ হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. আক্তারুল ইসলাম, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল, অধ্যাপক ড. মোঃ শাহজাহান মন্ডল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি শিরিনা খাতুনসহ হলের আবাসিক শিক্ষকবৃন্দ।
নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. মুর্শিদ আলম বলেন, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আমি আমার দায়িত্ব গ্রহনের পর কতটুকু কী করতে পারবো হলের জন্য, তা আমার পরিচয় বহন করবে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে হলের কল্যাণে যা করা দরকার সবকিছু করবো, ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও হলের শিক্ষার্থীদের সহায়তা কামনা করছি।
এর আগে, গত ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলমকে শেখ রাসেল হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এমআই/সাকিব