বিদায়ী সপ্তাহে (২৮ এপ্রিল-০২ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৪০৫ কোম্পানির মধ্যে ১৩৩টির শেয়ারদর কমেছে। তাতে সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে রূপালী ব্যাংক পিএলসি। তবে আলোচ্য সপ্তাহে দরপতনের তালিকায় ‘এ’ ক্যাটাগরি কোম্পানির আধ্যিকতা দেখা গিয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে রূপালী ব্যাংকের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৪ টাকা ৬০ পয়সা বা ১৬ দশমিক ৬১ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ২৩ টাকা ১০ পয়সা।
দরপতনের তালিকায় দ্বিতীয়স্থানে উঠে আসা এডিএন টেলিকমের শেয়ারদর কমেছে ১১ দশমিক ৪৫ শতাংশ। আর শেয়ারের দাম ৯ দশমিক ০৯ শতাংশ কমায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান নিয়েছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইফাদ অটোসের ৮ দশমিক ৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৩৫ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৮ দশমিক ৩৫ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৮ দশমিক ১১ শতাংশ, মেঘনা সিমেন্ট মিলসের ৮ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৫৫ শতাংশ এবং একমি পেস্টিসাইডস লিমিটেডের ৭ দশমিক ৫৪ শতাংশ শেয়ারদর কমেছে।
অর্থসংবাদ/এমআই