পিপিপি কর্তৃপক্ষের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাত

পিপিপি কর্তৃপক্ষের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাত
বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষের (পিপিপি অথোরিটি) সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রুপ পিটারসেন। আগারগাঁওয়ে পিপিপি অথোরিটি কার্যালয়ে অনুষ্ঠিত ওই সাক্ষাতে দুদেশের মধ্যে পররাষ্ট নীতি, বানিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় ডেনমার্কের রাষ্ট্রদূত বাণিজ্য উন্নয়ন সম্পর্কিত সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ডেনমার্কের দীর্ঘদিনের এ সম্পর্ক টিকিয়ে রাখার ব্যাপারে তার অভিপ্রায় ব্যক্ত করেন। বিশেষ করে জিটুজি পিপিপি প্রোগামটিকে সাহায্য খাত থেকে বাণিজ্য খাতে সাজিয়েছেন। অর্থনীতির টেকসই উন্নয়ন এবং অবকাঠামোগত যুথবদ্ধতা এ দুটোই যেহেতু দুই দেশের পারস্পরিক আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে তাই এ বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।

এ আলোচনায় টেকসই উন্নয়নের লক্ষ্যে পৌঁছানো এবং বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার বিষয়টিতে জোর আরোপ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ও ডেনমার্ক সরকারের মধ্যে ৪০ বছরেরও বেশি সময় ধরে উন্নয়ন সহযোগিতা অব্যহত রয়েছে। বৃহৎ অবকাঠামোগত প্রয়োনীয়তা এবং উঠতি গ্রাহক বাজারকে কেন্দ্র করে বাংলাদেশ এশিয়ার মধ্যে দ্রুত বর্ধনশীল অর্থনীতি। ফলে ডেনিশ প্রতিষ্ঠানগুলো এ দেশকে বিনিয়োগের সম্ভাবনা হিসেবে দেখছে।

অর্থসংবাদ/ এমএস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি