ক্যাটাগরি: আন্তর্জাতিক

টানা দরপতনের পর ঊর্ধ্বমুখি জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে টানা তিনদিন পতনের পর জ্বালানি তেলের দাম কমে সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন হয়েছিলো। তবে বৃহস্পতিবার (২ মে) জ্বালানি তেলের দাম বেড়েছে।

এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৯ সেন্ট বা শূন্য দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ২৩ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৬৯ সেন্ট বা শূন্য দশমিক ৮৭ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে গত বুধবার তেলের দাম ৩ শতাংশের বেশি কমে সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন হয়। কারণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখে।

ফলে চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হতে পারে। পাশাপাশি কমতে পারে তেলের চাহিদাও।

এদিকে এপ্রিলে তেল আমদানি কমেছে এশিয়ার। মার্চে যেখানে দৈনিক ২৭ দশমিক ৩৩ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে, সেখানে এপ্রিলে করে ২৬ দশমিক ৮৯ মিলিয়ন ব্যারেল তেল।

অন্যদিকে সেচ্ছায় তেলের উৎপাদন কমানোর সময়সীমা আরও বাড়াতে পারে ওপেক প্লাস। সদস্যভুক্ত দেশগুলো জুনের পরেও এই সুবিধা পেতে পারে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার