ক্যাটাগরি: খেলাধুলা

ক্যাপ্টেন হিসেবে জিম্বাবুয়ে সিরিজটা জিততে চাই: শান্ত

আন্তজার্তিক ক্রিকেটে দুর্দিন পার করছে জিম্বাবুয়ে। ওয়ানডের পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করতে পারেননি খাজা-উইলিয়ামসরা। তবে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রোডেশিয়ানদের সহজভাবে নিচ্ছে না টাইগাররা। টি-টোয়েন্টিতে কোনো দলই ছোট নয়, এমন মন্তব্য করেছেন নাজমুল হাসান শান্ত।

শুক্রবার (৩ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর আগে বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক।

এ সময় উগান্ডার কাছে হেরে যাওয়া জিম্বাবুয়ের শক্তি নিয়ে শান্ত বলেন, টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল নেই। আপনি যেটা বললেন, উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে। আবার জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছু দিন আগে হারিয়েছে।

‘সেভাবে চিন্তা করলে খুব বেশি পার্থক্য আমার কাছে লাগে না। ম্যাচটা কীভাবে খেলছি, নিজেদের কীভাবে প্রস্তুত করছি, আত্মবিশ্বাস তৈরি করছি এটা গুরুত্বপূর্ণ। এতটুকু বলতে পারি, সিরিজটা সহজ হবে না, অনেক লড়াই হবে। কারণ তারাও ভালো দল।’

প্রতিপক্ষকে সম্মান করলেও সিরিজ জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না শান্ত। তিনি বলেন, প্রথমত ক্যাপ্টেন হিসেবে সিরিজটা জিততে চাই। এটাই প্রথম লক্ষ্য। প্রস্তুতির কথা অবশ্যই মাথায় থাকবে, প্রস্তুতি নিতে গিয়ে খেলাটাকে হালকা ভাবে নিব অনেক এক্সপেরিমেন্ট করব তাও না। যে ১৫ জন খেলোয়াড় আছে সবাই এই দলকে হারানোর সামর্থ্য রাখে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার