ক্যাটাগরি: জাতীয়

ওআইসির ১৫তম সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনের ১৫তম অধিবেশনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। গাম্বিয়ার বানজুলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতিমূলক বৈঠক শুরু হবে ২ মে থেকে, যার নেতৃত্ব দেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

টেকসই উন্নয়নের জন্য সংলাপের মাধ্যমে ঐক্য ও সংহতি জোরদার- প্রতিপাদ্য নিয়ে গাম্বিয়ার বানজুলে ওআইসি সম্মেলনের ১৫তম অধিবেশনের প্রস্তুতি সভা গত মঙ্গলবার শুরু হয়েছে। দুদিনব্যাপী ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

জানা গেছে, ইউরোপ সফর শেষ করে বুধবার (১ মে) গাম্বিয়ায় যাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ৪-৫ মে গাম্বিয়ার রাজধানী বানজুলে ১৫তম বার্ষিক ওআইসি সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের ওআইসির সম্মেলনে ফিলিস্তিন প্রশ্ন, তরুণ, নারী, পরিবার, ইসলামোফোবিয়া, জলবায়ু পরিবর্তন এবং সদস্য নয় এমন দেশগুলোর মুসলিম সংখ্যালঘুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের নেতারা মুসলিম বিশ্বের রাজনৈতিক ইস্যু বিশেষ করে ফিলিস্তিন ইস্যু, অর্থনৈতিক, মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়, যুবসমাজ, নারী, পরিবার, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য, মুসলিম সম্প্রদায় এবং ওআইসি বহির্ভূত দেশগুলোর সংখ্যালঘু, ইসলামোফোবিয়া, ঘৃণামূলক বক্তব্য, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং আইনি বিষয়ে আলোচনা করবেন।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার