ক্যাটাগরি: পুঁজিবাজার

দর বৃদ্ধির শীর্ষে দুই কোম্পানি

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ প্রতিষ্ঠানের মধ্যে ১৪৫টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দুই কোম্পানি এপেক্স ট্যানারি এবং ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৩০ এপ্রিল ) ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা এপেক্স ট্যানারি এবং ম্যাকসন্স স্পিনিংয়ের সমান ১০ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।

দর বৃদ্ধির তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টিউবস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, ওরিয়ন ফার্মা, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, ফার ইস্ট নিটিং, মীর আখতার এবং সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।

শেয়ার করুন:-
শেয়ার