ক্যাটাগরি: পুঁজিবাজার

মাসের শেষ কার্যদিবসে লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়ালো

চলতি মাসের শেষ ও সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বৃদ্ধিতে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। যা চলতি মাসের সর্বোচ্চ লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৩০ এপ্রিল ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৯৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৮৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১২২৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১৯৯৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৮৩৫ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৬৩ কোটি ৪৩ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৫টি কোম্পানির, বিপরীতে ২০৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন:-
শেয়ার