অকার্যকর সিইটিপি চামড়া শিল্পনগরে, ৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানা

অকার্যকর সিইটিপি চামড়া শিল্পনগরে, ৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানা
নদী দূষণের দায়ে সাভারের চামড়া শিল্পনগরকে ৪ কোটি ৬২ লাখ টাকা ৫০ হাজার জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। শিল্প নগরের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) অকার্যকর রেখে তরল বর্জ্য ওভার ফ্লো (উপচে পড়া) ও বাইপাসের (নালা দিয়ে) মাধ্যমে নদীতে ফেলায় এ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক রুবিনা ফেরদৌসী আজ বুধবার এক শুনানি শেষে এ জরিমানা করেন। অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

সাভারে চামড়া শিল্পনগর প্রকল্প নেওয়া হয় ২০০৩ সালে। বুড়িগঙ্গা নদীকে বাঁচাতে ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারি সাভারের হেমায়েতপুরে নেওয়ার প্রকল্প নেওয়া হয় ২০০৩ সালে। ধলেশ্বরী নদীর তীরে ১৯৯ একর জমিতে চামড়াশিল্প নগর তৈরি হয়েছে। যদিও এত বছরে চামড়া শিল্পনগরের সিইটিপি কার্যকর করতে পারেনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চামড়া শিল্পনগর প্রকল্প।

এর আগে নদী দূষণের দায়ে বিসিককে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পরিবার অধিদপ্তর। এবার বড় অঙ্কের জরিমানা করা হলো।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক রুবিনা ফেরদৌসী বলেন, ‘দূষণকারীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অনুমোদনহীন ইটভাটাসহ দূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও অভিযান জোরদার হবে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি