ক্যাটাগরি: পুঁজিবাজার

দর বৃদ্ধির শীর্ষে জেএমআই সিরিঞ্জস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই সিরিঞ্জস ও মেডিকেল ডিভাইস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৯ এপ্রিল) ডিএসইতে জেএমআই সিরিঞ্জরে আগের কার্যদিবসের তুলনায় ১৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৯শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ওআইমেক্ম ইলেকট্রোডস। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ।

সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- কোহিনূর ক্যামিকেলস্‌ কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, সি এন্ড এ টেক্সটাইলস, রহিম টেক্সটাইল, গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ফার্মা এইডস লিমিটেড।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার