ক্যাটাগরি: জাতীয়

বিআরটিএর মোবাইল কোর্ট অভিযানে ২৮৯ মামলা

দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা আনতে আট বিভাগে অভিযান চলমান রেখেছে পরিবহন নিয়ন্ত্রক সংস্থা-বিআরটিএ। রোববার (২৮ এপ্রিল) দিনভর এ অভিযান চলে। যা চলমান থাকবে ৩০ এপ্রিল পর্যন্ত।

মূলত ঈদ শেষে ধারাবাহিক সড়ক দুর্ঘটনা বাড়ায় এই অভিযানের সিদ্ধান্ত নেয় বিআরটিএ। ১৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আট বিভাগে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে অভিযান পরিচালনা করবেন।

বিআরটিএ বলছে, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে অবৈধ নসিমন, করিমন, থ্রি হুইলার, ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও দ্রুত গতির বিরুদ্ধে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত।

বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ আট বিভাগে সারা দেশের আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে অতিরিক্ত গতির কারণে মোবাইল কোর্ট ২৮৯টি মামলা দায়ের করে। একই অপরাধে ৬ লাখ ৬৯ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ৪টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার