ক্যাটাগরি: পুঁজিবাজার

সপ্তাহজুড়ে অলিম্পিক এক্সেসরিজের সর্বোচ্চ দরপতন

বিদায়ী সপ্তাহে (২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩২৭টির শেয়ার ও ইউনিট দর পতন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের।

ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহের ব্যবধানে অলিম্পিক এক্সেসরিজের শেয়ার দাম কমেছে ১৯ দশমিক ৮৬ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এইচ.আর টেক্সটাইল লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১৮ দশমিক ৫৭ শতাংশ। আর ১৭ দশমিক ১৮ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি।

সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু ফেব্রিক্স, সেন্ট্রাল ফার্মা, তুংহাই নিটিং, এক্টিভ ফাইন, বিডি থাই, খুলনা প্রিন্টিং এবং জিবিবি পাওয়ার লিমিটেড।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার