সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৪ এপ্রিল) ডিএসইতে এডিএন টেলিকমের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১০ টাকা বা ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির ইউনিটদর ৯ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে রংপুর ডেইরী এন্ড ফুডের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭১ শতাংশ।
বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- কোহিনূর ক্যামিকেলস্ কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, আফতাব অটো, শাশা ডেনিম, নাভানা সিএনজি, অ্যাসোসিয়েট অক্সিজেন, ওরিয়ন ইনফিউশন, ই-জেনারেশন লিমিটেড।