ক্যাটাগরি: পুঁজিবাজার

দুই ঘণ্টায় লেনদেন ২৮১ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২৮১ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৪ এপ্রিল ) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৪১ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১৩ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৩ ও ১৯৯৪ পয়েন্টে।

এসময় ২৮১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ারের।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার