ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুইমিংপুলে গোসল করতে গিয়ে মুহাম্মদ সোয়াদ (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) বেলা ২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের ও হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থী।
জানা গেছে, বন্ধু-বান্ধবের সঙ্গে সুইমিংপুলে পানিতে লাফ দিয়ে পানির সাথে ধাক্কা খেয়ে তার মৃত্যু হয় এবং বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে পড়ে গুরুতর আহত হওয়ার পর মেডিকেলে নিয়ে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা গেছেন। লাশ মর্গে নেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী বলেন, দর্শন বিভাগের সোয়াদ নামে এক শিক্ষার্থী সুইমিংপুলের পানিতে লাফালাফি করতে গিয়ে পানির সাথে ধাক্কা বা আঘাত খেয়ে গুরুতর আহত হয়। তখন সেখানে তার বন্ধুবান্ধব ছিল এবং আশেপাশে আমাদের লোকজনও ছিল। এ সময় তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পাঠায়। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বিষয়টি আমি আমাদের প্রক্টর মহোদয়কেও জানিয়েছি।
এমআই