পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা ৫ দিন বন্ধ ছিল দেশের শেয়ারবাজার। ফলে বিদায়ী সপ্তাহে (১৫ এপ্রিল-১৮ এপ্রিল) চার কর্মদিবস লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ২৮৫টির শেয়ারদর কমেছে। তাতে সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে ন্যাশনাল ব্যাংকের শেয়ারদর কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ৬ টাকা। যেখানে আগের সপ্তাহে শেয়ারদর ৭ টাকা ছিলো।
দরপতনের তালিকায় দ্বিতীয়স্থানে উঠে আসা ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ারদর কমেছে ১১ দশমিক ৮৯ শতাংশ। আর শেয়ারের দাম ১১ দশমিক ৩২ শতাংশ কমায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান নিয়েছে মেট্রো স্পিনিং।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ফাইন্যান্সের ১১ দশমিক ১১ শতাংশ, আইডিএলসি ফাইন্যান্সের ১০ দশমিক ৯৯ শতাংশ, ডিবিএইচ ফাইন্যান্সের ৯ দশমিক ৯৮ শতাংশ, কাট্টালী টেক্সটাইলের ৯ দশমিক ৬০ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৪০ শতাংশ, পাওয়ার গ্রীডের ৮ দশমিক ৭৮ শতাংশ এবং ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের ৮ দশমিক ৭২ শতাংশ শেয়ারদর কমেছে।
কাফি