ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচকের নিম্নগতিতে দুই ঘন্টায় লেনদেন ২৪৮ কোটি

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নিম্নগতিতে লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় লেনদেন ছাড়ালো ২৪৮ কোটি ৫৯ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৮ এপ্রিল ) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৪৪ দশমিক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭১৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ৮ দশমিক ৭৩ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক ১২ দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৫৩ ও ১৯৯৪ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ২৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ারের।

শেয়ার করুন:-
শেয়ার