ক্যাটাগরি: পুঁজিবাজার

ঈদের পরেও নিম্নগতিতে শেয়ারবাজার, ৩৩৬ কোম্পানির দরপতন

পবিত্র ঈদুল ফিতরের পর প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নিম্নগতিতে লেনদেন শেষ হয়েছে। একইসাথে সবশেষ কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন। ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা ৫ দিন শেয়ারবাজার বন্ধ থাকলেও অব্যাহত রয়েছে বাজারের দরপতন। সপ্তাহের প্রথম কার্যদিবসে ৩৩৬ কোম্পানির শেয়ার দর কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৫ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৫ দশমিক ৩১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭৭৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৬ দশমিক ২৭ পয়েন্ট কমে ১২৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৪৮ পয়েন্ট কমে ২০১৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৬৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৪৩ কোটি ৮৪ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩২টি কোম্পানির, বিপরীতে ৩৩৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার