ঈদের ও নববর্ষের টানা পাঁচদিনের সরকারি ছুটি শেষ হচ্ছে রোববার (১৪ এপ্রিল)। ছুটি শেষে আগামীকাল সোমবার (১৫ এপ্রিল) খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।
ঈদের ছুটি শুরু হয়েছিল গত বুধবার (১০ এপ্রিল)। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। দূর-দূরান্তে থাকা প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাস, লঞ্চ ও রেলে রাজধানী ছাড়েন অসংখ্য মানুষ। ঈদের আগে একদিন ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ আগে ৭ ও ৮ এপ্রিলও ছুটি নিয়ে রাজধানী ছেড়েছিলেন।
ঈদ এবং পহেলা বৈশাখ উপলক্ষে গত বুধবার থেকে টানা পাঁচ দিনের ছুটিতে দেশের দুই শেয়ারবাজার ঢাকা ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ। এর মধ্যে সাপ্তাহিক ছুটি রয়েছে দুই দিন। গত ১০ এপ্রিল থেকে টানা পাঁচ দিনের ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) পুঁজিবাজারে লেনদেন চালু হবে।
এবার বুধ, বৃহস্পতি ও শুক্রবার (১০, ১১ ও ১২ এপ্রিল) ছিল ঈদুল ফিতরের ছুটি। এরপর শনিবার (১৩ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। পরের দিন রোববার (১৪ এপ্রিল) নববর্ষের ছুটি। অর্থাৎ ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটিয়েছেন সরকারি চাকুরীজীবীরা।
তবে এবারই প্রথম দীর্ঘ ছয়দিনের ছুটি পেয়েছেন সংবাদমাধ্যমের কর্মীরা। এবার গণমাধ্যমকর্মীরা ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ভোগ করছেন। সবারই ছুটি শেষ হচ্ছে রোববার।
ঈদ ও নববর্ষের ছুটি শেষে আগের নিয়মে ফিরবে সরকারি অফিস আদালত, ব্যাংক-বিমা ও দেশের শেয়ারবাজার। রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। সোমবার থেকে আগের মতোই অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
উচ্চ আদালত ও নিম্ন আদালত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও সোমবার থেকে রোজার আগের সময় ধরে চলবে।
কাফি