ঈদযাত্রা শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। গাবতলীর বাস কাউন্টারগুলোতে তেমন যাত্রী নেই। সেজন্য অলস সময় কাটছে পরিবহনকর্মীদের। কিছুদিন আগেও তিল ধারণের ঠাঁই ছিল না গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে। ঈদুল ফিতর উদযাপনে ঘরমুখো মানুষের ঢলে সরগরম ছিল ওই এলাকা।
আজ শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যার পর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, প্রত্যেক কাউন্টারের সামনে এবং ভেতরে কাউন্টার মাস্টারসহ পরিবহনগুলোর নিয়োজিত কর্মীরা অলস সময় পার করছেন।
তারা বলছেন, ভোর ৫টার পর থেকে সকাল ৮টা পর্যন্ত যাত্রীর কিছুটা চাপছিল। তারপর থেকে কাউন্টারগুলো একেবারে খালি।
এদিকে, ঢাকা ছাড়ার কাউন্টার অনেকটা ফাঁকা থাকলেও ফেরার বাস আসছে যাত্রীভর্তি হয়ে। এদিন খুলনা, যশোর, বাগেরহাট, বরিশাল ও উত্তরবঙ্গের সব গাড়িকে যাত্রী ভরে ঢাকায় ঢুকতে দেখা গেছে।
ঢাকায় ফেরা বাসগুলোর সুপারভাইজর ও যাত্রীরা বলছেন, রোববার পহেলা বৈশাখের ছুটি শেষ হওয়ার পর নগরমুখে যাত্রীদের ভিড় আরও বাড়বে।
কাফি