ক্যাটাগরি: আবহাওয়া

ঈদের দিন তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

ঈদের দিন আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। তবে তীব্র গরমের অনুভূতি থাকবে না। তাপমাত্রা সহনীয় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী ও খুলনা অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ঈদের দিন রাজধানীসহ বেশিরভাগ জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এই সময়ে তীব্র গরম থাকবে না। তাপমাত্রা থাকবে সহনীয় পর্যায়ে। সারা দেশের তাপমাত্রা থাকতে পারে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

তবে দিনের তাপমাত্রা অপরিবর্তীত থাকলেও রাতে কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

এদিকে, চুয়াডাঙ্গা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। দুই-একদিনের মধ্যে কিছু জায়গায় তা কমে তাপমাত্রা স্বাভাবিক হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

শেয়ার করুন:-
শেয়ার