ক্যাটাগরি: জাতীয়

রেলের ১০-১২ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়াও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)। তাই আগামীকাল বুধবার (১০ এপ্রিল) ও শুক্রবারের (১২) ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। অনলাইন ও কাউন্টার উভয় জায়গায় এ দুদিনের টিকিট পাওয়া যাবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১০ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইন ও কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে। তবে এই দুইদিন শুধুমাত্র রেগুলার বা নিয়মিত যে ট্রেনগুলো যাতায়াত করে সেগুলোই চলবে। যে ট্রেনের ডে অফ বা সাপ্তাহিক বন্ধ থাকবে সেগুলো চলবে না।

এদিকে আজ শেষ হচ্ছে রেলের অগ্রিম টিকিটের ঈদযাত্রা। গত ৫ এপ্রিল থেকে সাত দিনের অগ্রিম টিকিট যাত্রা শুরু করেন ঘরে ফেরা মানুষ। এসব দিনের টিকিট অনলাইনে বিক্রি হয়েছে মার্চের ২৪ তারিখ থেকে পর্যায়ক্রমে ৩০ মার্চ পর্যন্ত। আবার ১৩ এপ্রিল থেকে ঢাকায় ফেরার যাত্রা শুরু হবে। ৩ এপ্রিল থেকে আজ পর্যন্ত এসব টিকিট বিক্রি হয়েছে।

রেলওয়ে সূত্র বলছে, প্রতিদিন প্রায় ৬৭টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রী পৌঁছে দিয়েছে। আর প্রায় ২ লাখ লোক প্রতিদিন ঢাকা ছেড়েছে ট্রেনে করে।

শেয়ার করুন:-
শেয়ার