ক্যাটাগরি: পুঁজিবাজার

সাফকো স্পিনিং মিলসের উৎপাদন বন্ধের মেয়াদ বাড়লো

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের উৎপাদন বন্ধ রাখার মেয়াদ আরও দুই মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (০৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, গত দুই মাস কোম্পানিটির উৎপাদন বন্ধ রাখা হলেও তাতে কোন উন্নতি দেখা যায়নি। ফলে কোম্পানিটির পরিচালনা পর্ষদ তাদের উৎপাদন আরও দুই মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১২ এপ্রিল থেকে পরবর্তী দুই মাসের জন্য কোম্পানিটির উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে গত ১২ ফেব্রুয়ারি উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সাফকো স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ। তবে কী কারণে উৎপাদন বন্ধ করেছে তা জানায়নি সাফকো স্পিনিং মিলস কর্তৃপক্ষ। কোম্পানিটি স্টক একচেঞ্জকে জানায়, উৎপাদন বন্ধ হলেও মেইনটেন্যান্সসহ অন্যান্য কার্যক্রম চালু থাকবে।

এর আগে উৎপাদন বন্ধ, লভ্যাংশ বিতরণে ব্যর্থসহ নানান অনিয়মের কারণে গত ১৮ ফেব্রুয়ারি সাফকো স্পিনিংসহ আরও ২১ কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। কিন্তু দুর্বল কোম্পানির তালিকায় থেকেও আরও দুই মাস উৎপাদন বন্ধের ঘোষণা দিলো কোম্পানিটি।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার