জীবনে প্রথম ভোট দিলাম, আমাকে কেউ আটকাতে পারবে না: ইশরাক

জীবনে প্রথম ভোট দিলাম, আমাকে কেউ আটকাতে পারবে না: ইশরাক
“আমাকে কোনো কিছু আটকাতে পারবে না। আমি মুক্তিযোদ্ধার সন্তান। বাড়ি থেকে আল্লাহর নাম নিয়ে বের হয়েছি।”

ভোটদান শেষে এই কথা বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

শনিবার সকাল ৯টার দিকে আর কে মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন ইশরাক। জানান, বিএনপি মনোনীত প্রার্থীদের ভোট দিয়েছেন তিনি।

বলেন, “আমি জীবনের প্রথম ভোট দিলাম। আলহামদুলিল্লাহ। ধানের শীষে ভোট দিয়েছি।”

অভিযোগ করেন, রাতে বিভিন্ন কেন্দ্রে সিসি ক্যামেরার কানেকশন কেটে দেওয়া হয়েছে। এর প্রমাণ তার হাতে রয়েছে। একটি কেন্দ্রে রাতে অনুপ্রবেশের চেষ্টা প্রতিরোধ করা হয়েছে। একে ‘জনগণের বিজয়’ বলে উল্লেখ করেন।

জানান, কোনো কোনো কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ম্যাজিস্ট্রেটদের বিষয়টি অবহিত করা হয়েছে। সারা দিন তিনি কেন্দ্রে কেন্দ্রে যাবেন।

ইশরাক জানান, ইভিএমে প্রথমবারে ভোট দিতে পেরেছেন। তার মানে এই নয় প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ নয়। পুরো বিষয়টি পরে বোঝা যাবে। তিনি বলেন, “বিষয়টি আমাকে তিনবার বুঝে আসতে হয়েছে। প্রান্তিক মানুষ কীভাবে বুঝবে?”

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু