ক্যাটাগরি: আন্তর্জাতিক

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে এবার জনপ্রতি ফিতরা ধরা হয়েছে ২৫ দিরহাম। আমিরাতে ঈদুল ফিতরের নামাজের আগেই এ ফিতরা পরিশোধ করতে হবে।

প্রবাসীরা চাইলে এখানকার ২৫ দিরহামের সমপরিমাণ টাকা বাংলাদেশে দিতে পারবে। তবে আমিরাতের ঈদুল ফিতরের নামাজের আগেই এ ফিতরা পরিশোধ করতে হবে।

যদি বাংলাদেশের ঈদের সময় এ ফিতরা দেওয়া হয় তাহলে ফিতরা আদায় হবে না। সেটি সদকা হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন দুবাইয়ের আল জারওয়ানি মসজিদের পেশ ইমাম হাফেজ নুর হোছাইন।

দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স এবং দাতব্য কার্যক্রম বিভাগের (আইএসিএডি) এক বিবৃতিতে জানানো হয়, আমিরাতে বসবাসরত সব মুসলিমের জন্য ফিতরা আদায় বাধ্যতামূলক। সবাইকে এ ফিতরা আদায় করতে হবে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার