ক্যাটাগরি: আন্তর্জাতিক

হজ-ওমরায় ডিজিটাল ব্যাগ চালু করলো সৌদি

সৌদি সরকার মক্কার মসজিদ আল-হারাম এবং মদিনার মসজিদ আল-নবাবীতে হজ-ওমরাহ পালনকারীদের সুবিধার্থে একটি ডিজিটাল ব্যাগ চালু করেছে।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সৌদি আরবের প্রেসিডেন্সি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স এই ‘ডিজিটাল ব্যাগ’ কর্মসূচি শুরু করার ঘোষণা দেয়।

সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এই ব্যাগ কর্মসূচির মাধ্যমে হজ-ওমরাহ সহজ হবে। এর মাধ্যমে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। বিশেষ করে তারা কখন কোন বিধান পালন করবে সে সম্পর্কে সতর্ক করা হবে।

ডিজিটাল ব্যাগ প্রোগ্রামের মাধ্যমে, আপনি নিয়মিতভাবে বিখ্যাত ইসলামিক স্কলার এবং আলেমদের কাছ থেকে বুকলেট এবং নোট পাবেন। যার মাধ্যমে হজ ও ওমরাহ পালন সহজ থেকে সহজতর হবে।

এর উদ্দেশ্য ধর্মীয় শিক্ষা ও ধর্মীয় জ্ঞানের পাশাপাশি ধর্মীয় জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা।

শেয়ার করুন:-
শেয়ার