ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদ এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে ঈদুল ফিতরের পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হবে।
সোমবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাবির মসজিদুল জামিয়ার প্রধান খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীনের ইমামতিতে সকাল ৮টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। সিনিয়র খতিব হাফেজ মাওলানা নাজীর মাহমুদের ইমামতিতে সকাল ৯টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে বুধবার বা বৃহস্পতিবার (১০ বা ১১ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের তারিখ নির্ধারণে মঙ্গলবার (৯ এপ্রিল) সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
এমআই