ক্যাটাগরি: জাতীয়

ট্রাফিক ব্যবস্থাপনার পরিস্থিতি পরিদর্শনে বাস টার্মিনালে আইজিপি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাস টার্মিনালগুলোতে শুরু হয়েছে নাড়ির টানে গ্রামে ফেরা মানুষের ঢল। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে সায়েদাবাদ বাস টার্মিনালে এসেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রবিবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার পর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে আসেন তিনি।

আইজিপি দূরপাল্লার যাত্রীদের সঙ্গে কথা বলেন। অতিরিক্ত ভাড়া আদায় বা কোনো ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন কি না, এসব বিষয়ে জানতে চান। এছাড়া পরিবহন শ্রমিকদের সঙ্গে ঈদযাত্রার বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং পরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করার কথা রয়েছে আইজিপির।

এসময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার প্রমুখ।

শেয়ার করুন:-
শেয়ার