পিরোজপুরে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে কয়েকশ বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় রুবি নামে এক গৃহবধূ মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। রোববার (৭ এপ্রিল) সকাল ৯টা ৪৫মিনিট থেকে ৯টা ৫৫মিনিট পর্যন্ত চলে এ ঝড়।
ঝড়ে মারা যাওয়া ওই গৃহবধূ রুবি সদর উপজেলার মরিচাল এলাকার বাসিন্দা। এ সময় তার শিশুসন্তানও গুরুতর আহত হয়।
এদিকে ঝড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো জেলার বিদ্যুৎ সংযোগ। গাছপালা ভেঙে পড়ে পিরোজপুরের সঙ্গে বরিশালের সড়কসহ বিভিন্ন এলাকার যোগাযোগও বন্ধ হয়ে গেছে।
জেলা প্রশাসক জাহেদুর রহমান সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জাহেদুর রহমান বলেন, কালবৈশাখী ঝড়ে পিরোজপুরে একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। পিরোজপুর পৌরসভা ও সদর উপজেলার বেশ কয়েকটি এলাকায় শত শত গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় রুবী বেগম নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
তবে আহতদের নামপরিচয় জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
এমআই