দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং মোটা অংকের মুনাফার পূর্বাভাস দিয়েছে । কোম্পানিটির পূর্বাভাস অনুসারে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ গুণ বাড়বে। খবর রয়টার্স।
স্যামসাং এক বিবৃতিতে জানিয়েছে, জানুয়ারি থেকে মার্চ তিন মাসে তাদের পরিচালন মুনাফা ৯৩১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৬ দশমিক ৬ ট্রিলিয়ন ইয়েন (৪৮৯ কোটি ডলার) হবে বলে আশা করা হচ্ছে। গত বছরের একই সময় পরিচালন মুনাফা ছিল প্রায় ৬৪ হাজার কোটি ইয়েন।
আর্থিক তথ্য সংস্থার বরাতে দক্ষিণ কোরিয়ান ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, প্রত্যাশাটি গড় পূর্বাভাস ২০ দশমিক ৫ শতাংশ অতিক্রম করেছে। স্যামসাং জানিয়েছে, বিক্রির পরিমাণ একই সময়ে ১১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৭১ ট্রিলিয়ন ইয়েন হবে বলে আশা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাতারা সাম্প্রতিক বছরগুলোয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় রেকর্ড মুনাফা অর্জন করেছে। তবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা মেমরি চিপ বিক্রিতে একটি ধাক্কা দিয়েছে।
বিশ্লেষক সংস্থা ওয়ার্ল্ড সেমিকন্ডাক্টর ট্রেড স্ট্যাটিসটিকস অনুসারে, সেমিকন্ডাক্টর বাজার এ বছরে পুনরুদ্ধার হবে বলে আশা করা যাচ্ছে। এ বাজারে ১১ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির হতে পারে।
দক্ষিণ কোরিয়ার আরেক চিপ নির্মাতা এসকে হাইনিক্স জানুয়ারিতে জানিয়েছিল, টানা চার প্রান্তিকে লোকসানের পর মুনাফায় ফিরেছে তারা। এসকে হাইনিক্সকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিপমেকার মনে করা হয়।
এমআই