ভারতে বিদেশী মুদ্রার রিজার্ভ সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। গত ২৯ মার্চ শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ দাঁড়িয়েছে ৬৪ হাজার ৫৫০ কোটি ডলার। ওই সপ্তাহে নতুন করে যোগ হয়েছে ২৬০ কোটি ডলার। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এ তথ্য নিশ্চিত করেছে। খবর লাইভ মিন্ট।
আরবিআই গতকাল শুক্রবার (৫ এপ্রিল) জানিয়েছে, ভারতে বিদেশী মুদ্রার রিজার্ভ এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছিল। সেবার রিজার্ভ দাঁড়িয়েছিল ৬৪ হাজার ২৪৫ কোটি ডলার।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত বছর থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ায় বিভিন্ন দেশ। এতে ডলারের দাম বাড়ে। তখন চাপের মধ্যে পড়ে রুপি। এ চাপ সামলাতে কিছু কৌশল অবলম্বন করে আরবিআই। সেগুলো অত্যন্ত কার্যকরী ছিল বলে মনে করছেন তারা।
আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, আমাদের লক্ষ্য ছিল, একটি শক্তিশালী ছাতা (আর্থিক ভিত্তি) তৈরি করা। যাতে প্রবল বৃষ্টি হলে (বিপদের সময়) আমরা এর তলায় আশ্রয় নিতে পারি।