চলমান ঈদযাত্রায় কোনো যানজট নেই। তবে মহাসড়কে গাড়ির চাপ রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ঢাকায় অস্বাভাবিক যানজট নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজধানীতে এখন কোনো যানজট নেই, থাকবে না। রাজধানী খালি হয়ে গেছে।
পরে মতিঝিলের টিঅ্যান্ডটি উচ্চ বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন, বিএনপির এখন গলার জোর আর মুখের জোর। এছাড়া তারা শক্তিহীন। শক্তি কমে গেছে বলে বিএনপির মুখের বিষ বেড়ে গেছে। বিএনপি নির্বাচন ঠেকাতে পারেনি। আন্দোলন ব্যর্থ হয়ে গেছে বিএনপি। প্রতিদিন ঘুম থেকে উঠে পত্রিকায় তাকালেই দেখি ফখরুলের বক্তব্য। দেশে নাকি ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কোথায়? একটা লোকও কি না খেয়ে মারা গেছে? সংকট আছে তবে ভয়াবহ পরিস্থিতি নেই। পৃথিবী জুড়ে সংকট চলছে বলে দাবি করেন তিনি।
কাফি