ক্যাটাগরি: পুঁজিবাজার

বিদায়ী সপ্তাহে ইস্টার্ন ব্যাংকের সর্বোচ্চ দরপতন

বিদায়ী সপ্তাহে (৩১ মার্চ – ০৪ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ১৬৮টির শেয়ারদর কমেছে। তাতে সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে ইস্টার্ন ব্যাংকের শেয়ারদর কমেছে ১৬ দশমিক ৫১ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ২৬ টাকা ৮০ পয়সা। যেখানে আগের সপ্তাহে শেয়ারদর ৩২ টাকা ১০ পয়সা ছিলো।

দরপতনের তালিকায় দ্বিতীয়স্থানে উঠে আসা এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর কমেছে ১৫ দশমিক ৮৭ শতাংশ। আর শেয়ারের দাম ১৫ দশমিক ৪৪ শতাংশ কমায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান নিয়েছে আইবিবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ড।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই এ্যালুমিনিয়ামের ১২ দশমিক ৩৬ শতাংশ, গোল্ডেন সনের ১২ দশমিক ১৬ শতাংশ, এশিয়াটিক ল্যাবরটরিজের ১০ দশমিক ৭৯ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ১০ দশমিক ১০ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৮৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৯ দশমিক ২০ শতাংশ এবং একমি পেস্টিসাইডস লিমিটেডের ৮ দশমিক ৮৬ শতাংশ শেয়ারদর কমেছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার