ক্যাটাগরি: আন্তর্জাতিক

আবুধাবির আবাসন খাতে ৪৩০ কোটি ডলার লেনদেন

আবুধাবির আবাসন খাতে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) লেনদেনের পরিমাণ ৪৩০ কোটি ডলারে (১ হাজার ৫৯০ কোটি আমিরাতি দিরহাম) পৌঁছেছে। এছাড়া আবুধাবির বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট ইউনিটে মোট ৫ হাজার ১২৭টি বিক্রয় এবং বন্ধকি লেনদেন রেকর্ড করেছে।

এর মধ্যে রাজধানীতে প্রস্তুত রিয়েল এস্টেট ইউনিট রয়েছে ১ হাজার ১৬৭টি। আর প্রস্তাবিত রিয়েল এস্টেট ইউনিট রয়েছে ১ হাজার ৭৫২টি। খবর অ্যারাবিয়ান বিজনেস।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির ডিপার্টমেন্ট অব মিউনিসিপ্যালিটিস অ্যান্ড ট্রান্সপোর্ট (ডিএমটি) জানিয়েছে, শহরটিতে চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রায় ২ হাজার ২০৮টি বন্ধকি চুক্তি রেকর্ড করা হয়েছে। যার মোট মূল্য ১৭০ কোটি ডলার (৬৩০ কোটি আমিরাতি দিরহাম)।

২০২৪ সালের প্রথম প্রান্তিকে আরব আমিরাত ২ হাজার ৯১৯টি বিক্রয় ও ক্রয় লেনদেন রেকর্ড করেছে। অর্থ হিসাবে যার মোট পরিমাণ দাঁড়ায় ২৬০ কোটি ডলার (৯৬০ কোটি আমিরাতি দিরহাম)।

এদিকে গত সপ্তাহে আরব আমিরাতে শীর্ষ তিনটি রিয়েল এস্টেট কোম্পানি তাদের লেনদেন শুরু করেছে। এর মধ্যে আলদার প্রপার্টিজ প্রকল্পের জন্য বৃহত্তম লেনদেনের তালিকার শীর্ষে রয়েছে আবুধাবির আল সাদিয়াত দ্বীপ ও ইয়াস দ্বীপ।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার