ক্যাটাগরি: পুঁজিবাজার

দুই ঘন্টায় লেনদেন ১৮০ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ১৮০ কোটি ২৭ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৪ এপ্রিল ) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩০ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮০৬ পয়েন্টে। অন্যসূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৪ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬৬ ও ২০১৯ পয়েন্টে।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬৭টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ারের।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার