পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি জিবিবি পাওয়ার অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের অর্ধবার্ষিকি আর্থিক পারফরম্যান্স পর্যালোচনা করে ওই লভ্যাংশ ঘোষণা করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৫ শতাংশ অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে ৫০ পয়সা করে লভ্যাংশ দেবে।
লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ মার্চ। অর্থাৎ ওইদিন যাদের নাম সিডিবিএলের ডাটাবেজে থাকবে তিনি এই লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।