ক্যাটাগরি: পুঁজিবাজার

তিন মাস পর ৩০০ কোটির ঘরে নামল লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংঙ্কে লেনদেন হয়েছে ৩৬৭ কোটি টাকা। এর আগে গত ৪ জানুয়ারি ৩৪৪ কোটি ৪৫ লাখ টাকা লেনদেন হয়েছিলো।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র মতে, মঙ্গলবার (২ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৯৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭৩৮ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৩১ পয়েন্ট কমে ১২৪৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৬১ পয়েন্ট কমে ২০০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

তিন মাস পর আজ ডিএসইতে ৩৬৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৬৮ কোটি ৮২ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৯টি কোম্পানির, বিপরীতে ২৬৮ কোম্পানির দর কমেছে। আর ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার