ক্যাটাগরি: অর্থনীতি

হলুদের দাম কেজিতে বাড়লো ৮০ টাকা

আমদানির তুলনায় সরবরাহ কমে আসায় সাতক্ষীরায় গুঁড়া হলুদের দাম বেড়েছে। এক মাসের ব্যবধানে মসলাজাত পণ্যটির দাম কেজিতে বেড়েছে ৭০-৮০ টাকা। গতকাল সাতক্ষীরা শহরের মসলা বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, দেশে হলুদের মোট চাহিদার একটি বড় অংশ ভারত থেকে আমদানি করতে হয়। দেশটিতে সম্প্রতি সরবরাহ কমার পাশাপাশি শুকনা হলুদের দাম বেড়েছে। যার প্রভাব পড়েছে দেশীয় খুচরা বাজারে। ফলে ‌এক-দেড় মাস হলুদের দর বেড়েছে।

সুলতানপুর বড় বাজারের হলুদ বিক্রেতা মেসার্স আরব স্টোরে গতকাল গুঁড়া হলুদ খুচরা বিক্রি হয়েছে প্রতি কেজি ৩০০ টাকায়, যা এক মাস আগে ছিল ২৩০ টাকা। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাইদুর রহমান জানান, পাইকারিতে দাম বাড়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। ‌এক-দেড় মাস আগে গুঁড়া হলুদের পাইকারি দর ছিল প্রতি কেজি ১৯০-২০০ টাকা, যা এখন কিনতে হচ্ছে ২৭০-২৮০ টাকায়।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কৃষিজাত পণ্য আমদানিকারক মেসার্স গনি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক অশোক কুমার জানান, সম্প্রতি ভারতের বাজারে শুকনা হলুদ সরবরাহ কমেছে। পাশাপাশি দামও বেড়েছে। ফলে দেড়-দুই মাস ধরে শুকনা হলুদ আমদানি কমে গেছে।

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বলেন, ‘ভারতে শুকনা হলুদের দাম বেড়ে যাওয়ায় আমাদের দেশীয় বাজারে তার প্রভাব পড়েছে। হলুদ আমদানিতে এলসি মূল্য বাড়ায় গুঁড়া হলুদের দাম বেড়েছে। তার পরও বাজার স্বাভাবিক রাখতে নজরদারি করা হচ্ছে।’

এমআই

শেয়ার করুন:-
শেয়ার