ক্যাটাগরি: পুঁজিবাজার

দুই ঘন্টায় লেনদেন ১৫৪ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নিম্নগতিতে লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেন ছাড়ালো ১৫৪ কোটি ৪৪ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২ এপ্রিল ) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৪ দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭১৬ পয়েন্টে। অন্যসূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৩২ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক ১৩ দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪০ ও ১৯৯৩ পয়েন্টে।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ২৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার