ক্যাটাগরি: জাতীয়

কাবার ইমামের পাশে রমজানের শেষ ১০ দিন থাকবেন সালমান এফ রহমান

সৌদি আরবের মক্কায় ইতিকাফে বসতে যাচ্ছেন বাংলাদেশের শিল্পপতি সালমান এফ রহমান। ইত্তিকাফ হলো মুসলিমদের একটি ধর্মীয় চর্চা, যেখানে একজন মুসলিম তার নিজস্ব ইচ্ছানুযায়ী এক বা একাধিক দিন নিকটবর্তী মসজিদে দিনাতিপাত করেন। রমজান মাসে এর বিশেষ গুরুত্ব রয়েছে, বিশেষত রমজানের শেষ দশ দিনের জন্য। অনেক মসজিদেই মুসলমানরা রমজান মাসের শেষ দশ দিনে ইতিকাফে থাকে।

সালমান এফ রহমান একেবারে কাবার সামনে ইতিকাফ করবেন। এমনটাই জানিয়ে সামাজিক মাধ্যমে বলেছেন।

সালমান এফ রহমানের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমি পবিত্র রমজানের শেষ দশ দিন কাবার সামনে, ইমাম ঠিক যেখান থেকে নামাজ পড়ান তার একেবারে পাশে ইবাদত বন্দেগিতে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান ও পরম করুণাময়। বরকতময় এই দিনগুলিতে সবাই আমাকে আপনাদের দোয়ায় স্মরণ রাখবেন।

ইতিকাফের প্রধান উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর প্রাপ্তির মাধ্যমে মহান আল্লাহর একান্ত সান্নিধ্য লাভ। ইতিকাফের উদ্দেশ্য সম্পর্কে আল্লামা ইবনুল কাইয়্যেম র: বলেছেন, ‘আল্লাহর প্রতি মন নিবিষ্ট করা, তাঁর সাথে নির্জনে বাস করা এবং স্রষ্টার উদ্দেশ্যে সৃষ্টি থেকে দূরে অবস্থান করা, যাতে তার চিন্তা ও ভালোবাসা মনে স্থান করে নিতে পারে।’

কাফি

শেয়ার করুন:-
শেয়ার